হাইলাইটস বেঙ্গল ডেস্ক: পুজোর পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। তবে রবিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানে। এদিন আক্রান্তের সংখ্যা ১২৬ জন। সেই তুলনায় ৩০ অক্টোবর প্রকাশিত শেষ বুলেটিনে আক্রান্তের সংখ্যা ছিল ১১৫ জন। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। ৩০ অক্টোবর বুলেটিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ১১১ জন। রবিবারে বুলেটিনে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ১১৪ জন।
তবে স্বস্তির খবর বেড়েছে সুস্থতার হার। এদিনের বুলেটিন অনুসারে পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত মোট ৬৮৯৭ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন। এখনো পর্যন্ত মোট আক্রান্ত ৭৫২৯ জন।
এদিন পূর্ব বর্ধমানে কোন এলাকায় কতজন আক্রান্ত হয়েছে জেলা প্রশাসনের সেই বুলেটিন দেখে নিন।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী
মোট আক্রান্ত- ৭৫২৯ জন , চিকিৎসাধীন- ৫১৮ জন
সুস্থ- ৬৮৯৭ জন , মৃত্যু- ১১৪ জন
আজ আক্রান্ত- ১২৬ জন
বর্ধমান পৌরসভা- ২১ জন, কালনা পৌরসভা- ২ জন
কাটোয়া পৌরসভা- ৩ জন , ভাতার- ৬ জন
বর্ধমান-১: ৭ জন, বর্ধমান -২: ৩ জন, গলসি-১: ১ জন
গলসি-২: ১ জন , জামালপুর ৩ জন ,কাটোয়া-১: ৬ জন
কাটোয়া-২: ১ জন, কালনা-১ ,৬ জন, কালনা-২: ১ জন
খণ্ডঘোষ- ২ জন, কেতুগ্রাম২- ৪ জন
মন্তেশ্বর- ৩ জন, মেমারি১- ৯ জন , মেমারি২- ৩ জন
পূর্বস্থলী১- ২ জন, পূর্বস্থলী২- ৮ জন
রায়না২- ৮ জন, অন্যান্য জেলা- ২৬ জন।