হাইলাইটস বেঙ্গল ডেস্ক: আবার রেশনে নিম্নমানের খাদ্যসামগ্রী দেয়ার অভিযোগ। ঘটনা ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারে।
ভাতারের বলগোনা রেল স্টেশনের সংলগ্ন একটি রেশন দোকানে এদিন নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ তুললেন গ্রাহকরা। এরপরই ডিলারকে ঘিরে বিক্ষোভ এখন গ্রাহকরা। পৌঁছায় ভাতার থানার পুলিশ। নিম্নমানের এই চার নেবেন না এমন দাবি জানায় গ্রাহকরা। খাদ্য দপ্তরের আধিকারিক দয়াময় গোস্বামী এই চাল বদল করে ভাল চাল দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রাহকরা।
যদিও রেশন ডিলার সিতাংশু চৌধুরী জানিয়েছেন, যে চাল সরকার থেকে পাঠিয়েছে সেই চাল্ই গ্রাহকদের দিচ্ছেন। সরকার চাল পাল্টে দিলে তিনি অবশ্যই সেই চাল দেবেন।
আবার রেশনে নিম্নমানের খাদ্যসামগ্রী দেয়ার অভিযোগ। ঘটনা ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের ভাতারে।
ভাতারের বলগোনা রেল স্টেশনের সংলগ্ন একটি রেশন দোকানে এদিন নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ তুললেন গ্রাহকরা। এরপরই ডিলারকে ঘিরে বিক্ষোভ এখন গ্রাহকরা। পৌঁছায় ভাতার থানার পুলিশ। নিম্নমানের এই চার নেবেন না এমন দাবি জানায় গ্রাহকরা। খাদ্য দপ্তরের আধিকারিক দয়াময় গোস্বামী এই চাল বদল করে ভাল চাল দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রাহকরা।
যদিও রেশন ডিলার সিতাংশু চৌধুরী জানিয়েছেন, যে চাল সরকার থেকে পাঠিয়েছে সেই চাল্ই গ্রাহকদের দিচ্ছেন। সরকার চাল পাল্টে দিলে তিনি অবশ্যই সেই চাল দেবেন।