হাইলাইটস বেঙ্গল নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাঘাসন গ্রামে আগুন পুড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজন।
মৃত সুদেব দে (৩৯)। কাটোয়া রেল পুলিশে কর্মরত। মৃত্যু হয়েছে তার স্ত্রী রেখা দে(২৮) ও ৮ বছরের ছেলের স্নেহাংশু দে র।
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার মেয়ে।
ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার।
জানা গেছে,এদিন খাওয়া-দাওয়া সেরে রাতে সপরিবারে শুতে যান ঘরে। ভোর সাড়ে তিনটে নাগাদ সুদেব বাবুর দশ বছরের মেয়ে তার কাকাকে ফোন করে আগুন লাগার ঘটনা জানায়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে এসে দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করে। মেয়ে রিমঝিমকে বাঁচানো গেলেও বাকি পরিবারের সদস্যদের বাঁচানো সম্ভব হয়নি। গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ১০ বছরের রিমঝিম।
হঠাৎ কেন এরকম ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছেনা পরিবারের কেউ।
গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করছে তার পরিবারের সদস্যরা।
ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ।
Copyright © 2020 Highlights Bengal
All Right Reserved