নির্বাচন দোড়গোড়ায়। ঠিক তখনই পূর্ব বর্ধমানে তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জেলার এক গুরুত্বপূর্ণ নেতা। অন্যান্য জেলাগুলিতে যে ছবি দেখা যাচ্ছিল পূর্ব বর্ধমানের একইভাবে প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন কাটোয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান অমর রাম। তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। দল ছাড়ার সাথে সাথে বিজেপিতে যোগদানও করেন।
কাটোয়া বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূল প্রার্থী হিসেবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন দলনেত্রী। অমর রাম জানিয়েছেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কাটোয়া কেন্দ্রে প্রার্থী করায় ক্ষোভে তিনি দল ছাড়লেন। এদিন লিখিত পদত্যাগ জেলা সভাপতি স্বপন দেবনাথের কাছে পাঠিয়ে দেন।
এরপরই কলকাতায় গিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন।
অমর রামের বিজেপিতে যোগদান প্রসঙ্গে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অমর রাম অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিল। এ ব্যাপারে দলকে তিনি জানিয়েছিলেন।