কুর্মি আন্দোলনের জেরে ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের । রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু ট্রেন বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। দেখুন কোন কোন ট্রেন বন্ধ থাকছে।
২০ সেপ্টেম্বর প্রস্তাবিত কুর্মি আন্দোলনের জেরে, দক্ষিন-পূর্ব রেল বেশকিছু ট্রেনের চলাচলে নিয়ন্ত্রণ ঘোষণা করেছে।
পূর্ব রেলের নিম্নলিখিত দুটি ট্রেন বাতিল থাকবে:-
১) 13404 ভাগলপুর – রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ – 19.09.2023)
২) 18186 গোড্ডা – টাটানগর এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ 19.09.2023)
এছাড়া 19.09.2023 তারিখে যাত্রা শুরু করে পূর্ব রেলওয়ে সিস্টেমের মধ্য দিয়ে যাবে এমন সাতটি (7) অন্যান্য ট্রেনও বাতিল থাকবে এই ট্রেনগুলি হল নিম্নরুপ :
১) 17007 সেকেন্দ্রাবাদ – দারভাঙ্গা এক্সপ্রেস।
২) 28182 কাটিহার – টাটানগর এক্সপ্রেস।
৩) 22511 লোকমান্য তিলক টার্মিনাল – কামাখ্যা এক্সপ্রেস।
৪) 15662 কামাখ্যা-রাঁচি এক্সপ্রেস।
৫) 15028 গোরখপুর – হাতিয়া মৌর্য এক্সপ্রেস।
৬) 13288 রাজেন্দ্র নগর টার্মিনাল – দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস।
৭) 07052 রাক্সৌল – সেকেন্দ্রাবাদ স্পেশাল।