আপনি কি ফর্সা হতে চান? বা আপনার মুখ কি রোদে পুড়ে কালচে হয়ে গেছে? খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধান হবে। এখানে কিছু ঘরোয়া পদ্ধতিতে দেওয়া হল।
১। প্রতিদিন নিয়ম করে টক দই খান। শশার সাথে টক দই দিয়ে খেলে বেশি ভালো ফল পাওয়া যায়। সঙ্গে দিনে দুবার টক দই মুখে মাখলে মুখের কালো দাগ উঠে যাবে। ত্বক ফর্সা হবে।
২। রোজ টমেটো খান। এছাড়া টমেটো এক টুকরো কেটে মুখে আলতো করে মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত করলে ত্বকের কালচে দাগ উঠে গিয়ে ত্বককে ফর্সা করবে। ত্বকের গ্লামার বাড়াবে। এটি রোজ দুবার করে করলে ভালো ফল পাওয়া যাবে। তবে সময় না পেলে দিনে একবার করলেই ফল কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন।
৩। এছাড়া ছোট চামচের এক চামচ লেবুর রস ও খানিকটা মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। এর ফলে ত্বকের গ্লামার বাড়বে। ত্বক ফর্সা হবে। তবে মনে রাখতে হবে বেশিক্ষণ এটি মুখে মেখে রাখা যাবে না। মুখে মাখার পর মুখে টান ধরতে শুরু করলেই মুখ ধুয়ে ফেলতে হবে।
৪। দু চামচ টক দই, এক চামচ মধু, এক চামচ শশার রস, এক চামচ হলুদ বাটা এক সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। এর পর মুখ ধুয়ে ফেলুন। এর ফলে ত্বক ঔজ্জ্বল্য বাড়বে।