সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা। না কোনও বিয়ের পাত্রীর কথা বলছি না। ইনি নেহাতই একজন চোর। এই শিক্ষিত চোর একজন বছর চব্বিশের তরুণী।। তবে হ্যাঁ চুরি করা নেশা না পেশা তা নিয়ে ধন্ধে পুলিশ। তবে তার ডিগ্রি শুনলে অবাক হবেন।
জানা গেছে, রবিবার অসম এক্সপ্রেসে গৌহাটি থেকে ওঠেন ওই তরুণী। রাতে যাত্রীরা সকলে ঘুমিয়ে পড়লে তাদের ব্যাগ থেকে মোবাইল চুরি করে। চুরি করার সময় এক যাত্রী তাকে হাতেনাতে ধরে ফেলে। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে ওই তরুণী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত তরুণী জানিয়েছে, বিহারের একটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার অফ সায়েন্সের ছাত্রী। তার ব্যাগ থেকে বেশ কয়েকটি দামী মোবাইল, ট্রেনের ও বিমানের টিকিট পাওয়া গেছে। পুলিশের ধারনা মোবাইল ফোনগুলি বিক্রির উদ্দেশ্য ছিল। তবে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি চুরি করা তার নেশা না পেশা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।