পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমানঃ জলই জীবন। জল খাওয়া নয়, জলের মধ্যে বাস। এক বছর দুবছর নয়, টানা কুড়ি বছর ধরে জলের মধ্যে বাস করছেন। প্রতিদিনের খাবার একবার চা আর মুড়ি। ভাত খান ৫ মাস অন্তর একবার। প্রায় ২০ বছর ধরে এভাবেই কাটিয়ে আসছেন বছর ৬৫ র পাতুরানী ঘোষ। মুর্শিদাবাদের সালারের বাসিন্দা। সকাল হলেই জলে নেমে পড়া তারপর গভীর রাতে জল থেকে উঠে চা মুড়ি খেয়ে কয়েক ঘণ্টা ঘুম। আবার সকাল থেকে জলে কাটানো। বছর কুড়ি আগে স্বামীর মৃত্যুর পর থেকে এভাবেই কাটাচ্ছেন পাতুরানী দেবী। প্রথম দিকে কোনও অজ্ঞাত কারণে আতঙ্কে জলের মধ্যে নেমে বসে থাকতেন। এখন সকাল থেকে রাত পর্যন্ত জলের মধ্যেই কাটান। এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামবাসীরা। পাতুরানী দেবী জানিয়েছেন, জল ছাড়া তার পক্ষে বাচা অসম্ভব। জলের মধ্যে থাকলে তার মনের ভয় দূর হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার এটা মনের রোগ। নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮