নিজস্ব প্রতিনিধি,মালদাঃ সংসারে লক্ষ্মী লাভের আশায় মহিলারা লক্ষ্মী পুজো করেন। কিন্তু লক্ষ্মী লাভের আশায় জুয়া খেলেন মহিলারা এই কথা শুনেছেন কখনো? হ্যাঁ এই রকমই ঘটনা ঘটেছে মালদহের মোকাতিপুর কলোনিতে। নিচে দেওয়া ভিডিও দেখলে অবাক হবেন।
প্রতি বছর এই সময় বেহুলা নদীর তীরে লক্ষ্মী পুজো হয়। এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এলাকায় বসে মেলা। আর এই মেলাতেই ঐতিহ্য ও রীতি মেনে হয় জুয়া খেলা। তবে অবাক করা বিস্ময় হল এই মেলায় শুধুমাত্র পুরুষরা জুয়া খেলে তা নয়, বাড়ির মহিলারা স্বপরিবারে জুয়া খেলেন। কথিত আছে, এই পুজোয় জুয়া খেলে লক্ষ্মী লাভ হলে সারা বছর টাকা পয়সার অভাব হয় না। তাই বাড়ির মহিলারা ঘরে থাকা টাকা পয়সা দিয়েই জুয়া খেলে জিতে লক্ষ্মী ঘরে নিয়ে আসার চেষ্টা করেন। প্রায় ১০০ বছরেরও বেশী পুরনো এই প্রথা। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই আসর। তবুও পুলিশ নিরব। এলাকার মানুষদের বক্তব্য, ঐতিহ্য আর পরম্পরাকে মান্যতা দিতেই এই নিয়ম পালন করা হয়।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনার এলাকার কোনও খবর থাকলে যোগাযোগ করুন- 9933106904, 7908002248
দেখুন সেই ভিডিও-