নিজস্ব প্রতিনিধি, সিউড়িঃ কালি নিয়ে রয়েছে নানান আখ্যান। এবার এমনই এক আখ্যান বীরভূমের সিউড়ির অবিনাশপুরে নিম্ববাসিনী কালি নিয়ে। নিম গাছ থেকে দেবীর সৃষ্টি বলে নাম নিম্ববাসিনি। নদী আর জঙ্গলে ঘেরা পরিবেশে রয়েছে দেবীর মন্দির। শোনা যায়, বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এখানে একটি নিম গাছ ছিল। সেই নিম গাছ কেউ কাটতে পারে নি। এরপর দেবী স্বপ্নাদেশ দেন। শুরু হয় পুজো। নিম গাছ কেই দেবী রুপে পুজো শুরু হয়। নাম হয় ‘নিম্ববাসিনি’।কথিত আছে, এক সময় দেবীকে পুজো দিয়ে ডাকাতি করতে যেত ডাকাতরা। পরে সেখানে সাধনা শুরু করেন সাধকরা। এই নিম গাছকে ঘিরে তৈরী হয় আশ্রম। প্রতিষ্ঠা হয় দেবী মূর্তির। নিম্ববাসিনি ছাড়া আর কোন মূর্তি পুজো এই গ্রামে হয় না। দুর্গা পুজোর সময় তিনদিন ধরে চলে পুজো পাঠ। প্রতিদিন হয় নিত্য পূজা। তবে কালিপুজোর সময় অন্য রূপে সেজে ওঠে মন্দির প্রাঙ্গণ। প্রচুর লোকের সমাগম হয়।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮