নিউজ ডেস্কঃ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদ দেশ জুড়ে। এদিন বর্ধমান কার্জন গেট চত্বরে তার প্রতিবাদসভা করলো বর্ধমান প্রেস ক্লাব। মোমবাতি জ্বালিয়ে গৌরী লঙ্কেশ এর হত্যার প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সদস্য ছড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সভায় সামিল হন। ‘লঙ্কেশ পত্রিকে’ – র সাংবাদিক ৫ আগস্ট নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। দোষীদের শাস্তি চেয়ে সারা দেশ জুড়েই সরব সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। সংগঠনের সভাপতি সাংবাদিক গনেন্দ্রনাথ বন্দোপাধ্যায় বলেন, এই শোকসভায় দলমত নির্বিশেষে সমাজের নানা ক্ষেত্রের মানুষ যোগ দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন বর্ধমানের মতোই হলদিয়া টাউন শিপেও জেলার সাংবাদিকরা সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার প্রতিবাদে মিছিল বের করে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com