প্রদীপ চট্টোপাধ্যায়ঃ হারিয়ে যেতে বসা এক লোক শিল্প। শিল্পীমহলে রায়বেঁশে নৃত্য নামেই পরিচিত। বীরভূম জেলার আদি জনজাতিদের এক বিশেষ যুদ্ধ কৌশলের নাম রায়বেঁশে। অন্ধকারের অতলে তলিয়ে যেতে বসা এই লোক শিল্পকে মণ্ডপ ও প্রতিমা সজ্জার মাধ্যমে তুলে ধরছে বর্ধমানের বড়শুলের জাগরণী পুজো কমিটি। প্রতি বছরই থিম ভাবনায় চমক থাকে এই পুজোর। এবছর উনত্রিশ তম বর্ষেও থাকছে সেই চমক। দর্শনার্থীদের অন্যবারের মতো এবারেও আনন্দ দেবে এই থিম এমনটাই দাবী পুজো উদ্যোগতাদের। থিম মেকার পুলক ঘোষাল জানিয়েছেন, রায়বেঁশে নিত্য ভাবনাকে নানা শিল্পকলার মাধ্যমে জন সমক্ষে তুলে ধরার প্রচেষ্টা চলছে। পুজো কমিটির উদ্যোগতা ইমন কল্যাণ মোদক জানিয়েছেন, ১৫ লক্ষ টাকা বাজেটের এই পুজো দর্শকদের আনন্দ দেবে। কমিটির আর এক সদস্যা কবিতা মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রায় চার মাস ধরে ১৫ জন শিল্পী দিনরাত এক করে কাজ করে চলেছেন। গাছের ছাল, নারকেল ছোবড়া, খড়, মাটি সহ প্রকৃতির বিভিন্ন উপকরণ দিয়ে এই শিল্প ভাবনাকে তুলে ধরা হয়েছে।