হাইলাইটস বেঙ্গল ডেস্কঃ ইতিহাসের জেলা বর্ধমান। বর্ধমান জুড়ে রয়েছে নানান স্থাপত্য ভাস্কর্য, পুরাকীর্তি।
রয়েছে শতাব্দী প্রাচিন মন্দির, গির্জা, মসজিদ, গুরু দুয়ারা। এই সমস্ত এবার মণ্ডপ সজ্জায় স্থান পাচ্ছে। পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবার তাদের পুজোর থিমে এমনই ভাবনা রাখছে। ৭৭ তম বর্ষে তাদের থিম- “রাঢ় বাংলার পীঠস্থান, পর্যটনে বর্ধমান “। বাজেট প্রায় ১১লাখ টাকা বলে জানিয়েছেন পুজো উদ্যোগতারা। বর্ধমান রাজবাড়ির আদলে তৈরী হচ্ছে মন্ডপ। সামনে থাকবে কার্জন গেটের আদলে গেট।
কিভাবে যাবেনঃ
১। ট্রেনে হাওড়া বর্ধমান কর্ড লাইনে পাল্লা রোড স্টেশনে নেমে ২মিনিট।
২। হাওড়া বর্ধমান মেইন লাইনে পালশিট অথবা রসুলপুর স্টেশনে নেমেও যাওয়া যাবে। সড়ক পথে যে কোন গাড়িতে প্রায় ১০মিনিটের রাস্তা।
৩। ২নম্বর জাতীয় সড়ক ধরে পালশিট টোল প্লাজা পেরিয়ে চৌ মাথা থেকে বাঁ দিকে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। বিজ্ঞাপনের জন্য ফোন করুন– ৭৯০৮০০২২৪৮