নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ফ্যাশানে নতুন সংযোজন ‘ছৌনাচ শাড়ি’। নদীয়ার তাঁত শিল্পীরা এখন অভিনব শাড়ি বাজারে এনেছেন এবছর পুজোয়। আর তার চাহিদা শুধু জেলা নয় কোলকাতাতেও। বর্ধমানে সরকারি উদ্দ্যোগে চলা একটি তাঁত বস্ত্র মেলায় এমন শাড়ি দেখা গেল। যার ব্যপক চাহিদা। পুরুলিয়ার বিখ্যাত ছৌনাচকে বাঁচিয়ে রাখতেই তাদের এমন উদ্যোগ বলে জানিয়েছেন তাঁত শিল্পীরা । পাশাপাশি এমন নতুন শাড়ির ডিজাইন ক্রেতাদের পছন্দ হওয়ায় তারাও লাভের মুখ দেখছে। পুজোর মুখে সরকারি উদ্যোগে জেলায় জেলায় তাঁত বস্ত্র মেলা হয়। আর সেখানে অংশ নেয় রাজ্যের সমস্ত জেলার তাঁত শিল্পীরা। বর্ধমানে এই মেলায় নদীয়ার ষ্টলে প্রচুর চাহিদা ছৌনাচ শাড়ির। শাড়ি জুড়ে ছৌনাচের মুখোশ এর ডিজাইনে প্রিন্ট রয়েছে। সুতি ও সিল্ক দু ধরনের শাড়িই রয়েছে। তাঁত শিল্পীরা জানাচ্ছেন প্রতি বছরই নতুন কিছু করার ভাবনা থাকে। এ বছর এই ছৌনাচকেই বেছে নিয়েছেন। ক্রেতারাও এই নতুন ষ্টাইলের শাড়ি পেয়ে খুশি। দাম ৭০০ টাকা থেকে ১৩০০টাকার মধ্যে। রাজ্যের সমস্ত তাঁত বস্ত্র মেলায় এই শাড়ি পাওয়া যাবে বলে জানাচ্ছেন তাঁত শিল্পীরা ।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮