পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমানঃ বাড়ির ছাদে খোলা আকাশের নিচে অশোক স্তম্ভ। বর্ধমানের বীরহাটা এলাকায় এমনই এক ছবি দেখা গেল। প্রায় ১০০ বছরের বেশী পুরোনো এই বাড়ি। প্রয়াত ডাঃ এস এন হুই এর বাড়ি। ওই বাড়ির সদস্যরা জানিয়েছেন, পূর্ব পুরুষদের আমল থেকে এটা রয়েছে। তবে সঠিক কারন না জানলেও ব্রিটিশ আমলে এই পরিবারের কোনো এক সদস্য ব্রিটিশদের কাছ থেকে ফলক এবং উপাধি পেয়েছিল। হয়তো তার হাত ধরেই বাড়ির ছাদে অশোক স্তম্ভ স্থান পেয়েছে বলে মনে করছেন বাড়ির সদস্যরা। যদিও তার কোনো প্রমান নেই। আইনজীবী সঞ্জয় ঘোষ জানিয়েছেন, অশোক স্তম্ভ সরকারি দপ্তর এবং সরকারি আধিকারিকরা ব্যবহার করতে পারেন। কিন্তু তারও কিছু বিধিনিষেধ রয়েছে। কেউ ব্যাক্তিগত ভাবে ব্যবহার করতে পারেন না। বাড়ির ছাদে অশোক স্তম্ভ স্থানীয় পথ চলতি মানুষরা দেখেছেন কৌতূহল বশত দেখে প্রশ্ন তুলেছে। তবে অনেকের মনেও হয়েছে যে হয়তো এই বহু প্রাচিন অশোক স্তম্ভ অনেক স্মৃতি বহন করে চলেছে। তবে বাড়ির সদস্যরা জানিয়েছেন, এটা নিয়ে বিতর্ক হোক তারা চাননা। বহু বছরকার পুরনো এই অশোক স্তম্ভ তারা খুলে বাড়ির মধ্যে স্মৃতি হিসাবে রেখে দেবেন।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮