মনোতোষ পোদ্দার, বর্ধমানঃ এবার পৌছে যাবেন মৌমাছির দেশে। দেখতে পাবেন মৌমাছির জীবনচক্র। ফুলে ফুলে মধু সংগ্রহ করে মৌচাকে তা জমানো। সবটাই ফুটে উঠবে নিপুন হাতের কাজে। ফুটে উঠবে এবারের পুজোর মণ্ডপে। এমনই এক সুন্দর থিম নিয়ে হাজির বর্ধমানের ময়ূর মহল মাতৃ সংঘ পুজো কমিটি। বাজেট ১৬ লাখ। থিম মৌমাছির দেশে। শিশুদের আনন্দ দিতে তাদের এই ভাবনা। তবে সকল বয়সী মানুষদেরই মন কাড়বে। থিম মেকার কালনার শিল্পী সাধন দেবনাথ। মণ্ডপ সজ্জায় থাকছে চমক। আমড়ার আঁটি, ধুধুল, গাছের পাতা, বেত ইত্যাদি দিয়ে মন্ডপ সাজানো হবে। পাঁচ বছরে পা দিল এই পুজো। মুলত বিভিন্ন প্রজাতির মৌমাছিদের জীবণযাত্রা তুলে ধরা হবে এই থিমের মাধ্যমে। সম্পাদক আশিষ ব্যানার্জী জানিয়েছেন, সারা বছর পড়াশোনা নিয়ে থাকতে হয় শিশুদের। তাই পুজোয় বাড়তি আনন্দ দিতে তাদের এই ভাবনা। প্রতি বছরই শিশুদের কথা মাথায় রেখে থিম ভাবনা চিন্তা করা হয়।তবে সকলেরই ভালো লাগবে। সভাপতি মদন দাস জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও মানুষের ভিড় হবে। এবং সকলের ভালো লাগবে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮