বর্ধমানের প্রাচীন পুজো গুলির মধ্যে সুভাষ পল্লীর সারদা আশ্রম এর দুর্গা পুজো অন্যতম। ১৯৫৪ সালে শ্রীমৎস্বামী নিঃসঙ্গানন্দ মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭২ সালে নব পত্রিকা ও ঘট স্থাপনের মধ্যে দিয়ে পুজোর সূচনা করেন। ১৯৮১ সালে মাটির প্রতিমা এনে পুজো শুরু হয়। এরপর ১৯৯৫ সালে দুর্গা দালান নির্মাণ করে সেখানেই পুজোর আয়োজন করা হয়। ষষ্টীর দিন দেবীর বোধনের মধ্যে দিয়ে পুজোর সুচনা হয়। সপ্তমীতে নবপত্রিক স্থাপন করা হয়। নিয়ম মেনে অষ্টমীতে কুমারী পুজো এখনও হয়ে আসছে। নবমীতে দেবীর তান্ত্রিক হোম হয়। পুজোর সময় প্রতিদিন সন্ধ্যায় স্ত্রোত্র পাঠ ও ভজন কীর্তনের আয়োজন থাকে। বেলুড় মঠের নিয়ম অনুসারে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা সময় অনুসারে এবং বৃহৎ নন্নিকেশ্বর পুরাণ মতে পুজো হয়ে থাকে। বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়। পুজো উপলক্ষ্যে এই সময় অসংখ্য মানুষের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮