নিউজ ডেক্স: তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব বর্ধমান জেলার নতুন কমিটি গঠিত হলো। জেলা তৃণমূল কার্যালয় থেকে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের অনুমতিক্রমে পূর্ব বর্ধমান জেলা সভাপতি সাদ্দাম হোসেন নতুন কমিটির নাম প্রকাশ করেন। এবারে কমিটিতে বেশ কিছু নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সহ-সভাপতি দায়িত্ব পেয়েছেন শেখ নইম আলি, সারওয়ার্দি হাসান, মিঠু মাঝি এবং মুকেশ শর্মা।
সাধারণ সম্পাদক মন্ডলীতে রয়েছেন গনেশ পাঁজা, চন্দ্রনাথ রায়, পিকু ক্ষেত্রপাল, অনির্বাণ মজুমদার, সমীরণ মণ্ডল, আবিদা সুলতানা, মানবর্তা রায়, সাহাবুদ্দিন মন্ডল, হুমায়ুন কবির, প্রসূন ব্যানার্জী, অমিত মোদক, সম্প্রীতা রাজবংশী।
সম্পাদকমন্ডলীতে রয়েছেন রাধাকান্ত মণ্ডল, সেখ জিয়াউল হক, প্রীতম পাল, সায়ন সেন, সুমিত শর্মা, ঋতব্রত সুর, ওয়াসীম ইসলাম, মঙ্গল দাস, অয়ন ব্যানার্জী, খন্দেকার মহঃ হৃদয়াতুল্লা, সমসুদ্ধা কোনার।
উপদেষ্টা কমিটিতে রয়েছেন শেখ সলোমন, সুমন দাস, অমিতাভ সাঁই।।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮