কুন্তল চট্টোপাধ্যায়,আউশগ্রাম
পূর্ব বর্ধমানের আউশগ্রামের ঝাড়গড়িয়ায় বৃহস্পতিবার সরকারি উদ্যোগে ৬-৯ মাস বয়সি শিশুদের আনুষ্ঠানিকভাবে মুখে ভাত দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গেছে ঝাড়গড়িয়া, বনপাড়া,যাদবগঞ্জ এই তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট ১১ জন শিশুকে পায়েস খাইয়ে দেন আউশগ্রাম ১ বিডিও চিত্তজিৎ বসু।প্রশাসনসূত্রে জানা গিয়েছে, প্রতি তিনমাস অন্তর এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেগুলিতে অন্নপ্রাশনের আয়োজন করা হবে।স্থানীয়সূত্রে জানা গিয়েছে, অন্নপ্রাশন দিবস পালনের জন্য ঝাড়গড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে এদিন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে বিডিও ছাড়াও ছিলেন আউশগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি, সহ সভাপতি মৃণালকান্তি রায়, ব্লকের অঙ্গনওয়াড়ির সুপারভাইজার সোমা তেওয়াড়ি প্রমুখ।
আউশগ্রাম ১ ব্লকের অঙ্গনওয়াড়ির সুপারভাইজার সোমা তেওয়াড়ি বলেন,অন্নপ্রাশন আয়োজনের মধ্যদিয়ে শিশুর পরিবারকে, প্রতিটি শিশুর ৬ মাস বয়সের পর ভারি খাবারের প্রয়োজন হয়।এই সচেতন করার এটা একটা বড় উদ্যোগ। তবে অন্নপ্রাশনের প্রতিটি শিশুকে একটি করে স্টিলের বাটিও দেওয়া হয়।