প্রদীপ চট্টোপাধ্যায়ঃ চাল বোঝাই লরি ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। জখম চার পুলিশ কর্মী। বর্ধমানের রায়নার সেহারা বাজারের ঘটনা। বর্ধমান আমারবাগ রোডে এই ঘটনাটি ঘটে। জখম পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জখম পুলিশ কর্মীরা সেহারা বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ভ্যান দেখে চাল বোঝাই লরিটি গতি বাড়িয়ে পালিয়ে যেতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে পুলিশ ভ্যানে ধাক্কা মারে। লরিটি আটক হলেও চালক, খালাসি পলাতক।
ছবিটি তুলেছেন- বলরাম সাহা