নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও।
করোনা আক্রান্ত বৃদ্ধকে ফেলে পালালো অ্যাম্বুলেন্স চালক। হাসপাতালে অস্থায়ী দুই কর্মী বাড়িয়ে দিল মানবিকতার হাত। করোনা আক্রান্ত জেনেও অসুস্থ বৃদ্ধকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা এবং চিকিৎসার বন্দোবস্ত করলেন তারা। এমন মানবিক ছবি পূর্ব বর্ধমানের কালনায়।
মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,
মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও,
মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার এই লাইন যেন বাস্তব হয়ে দাঁড়ালো।
গভীর রাতে এম্বুলেন্সে চাপিয়ে করোনা আক্রান্ত বৃদ্ধ স্বামীকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্ত্রী । অসুস্থ বৃদ্ধর উপসর্গ দেখে জরুরি বিভাগের সামনে নামিয়ে চম্পট দেয় এম্বুলেন্স চালক । অসহায় এই বৃদ্ধকে দেখে স্থির থাকতে পারেনি হাসপাতালের দুই অস্থায়ী রক্ষী প্রশান্ত ঘোষ ও সায়ন দাস। পি পি কিট ছাড়াই ওই বৃদ্ধ কে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে তারা। মুখে শুধু একটা মাস্ক , নেই হাতে কোন গ্লাভস । করোনা নেই পি পি কিট । কিন্তু এই দুই অস্থায়ী রক্ষীর দায়িত্বে থাকা যুবক করোনা আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালের পরিষেবার ব্যবস্থা করলেন।
চিকিৎসা করতে এসে করোনা আক্রান্ত বৃদ্ধ স্বামীকে নিয়ে বৃদ্ধা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না । তখনি এই দুই মানবিক যুবক এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নজির গড়লেন।