প্রায় প্রতিদিনই খবর সংগ্রহের কাজে ছুটে বেড়াতে হয় সাংবাদিকদের। তবে তারই মধ্যে সময় বের করে বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকে বেঙ্গল প্রেস ক্লাব। প্রতিবছরের মত এবারও শারদীয়া উৎসবের আগে বস্ত্র উপহার কর্মসূচির আয়োজন করে বেঙ্গল প্রেস ক্লাব। বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে জি টি রোডের ধারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কয়েকশো মহিলার হাতে ক্লাবের পক্ষ থেকে শাড়ি উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। ক্লাবের সভাপতি জয়প্রকাশ দাস এবং যুগ্ম সম্পাদক সুজাতা মেহেরা ও বিধান চন্দ্র জানান, মূলত পুজোয় নতুন বস্ত্র পড়ার আনন্দ ভাগ করে নিতে, প্রয়োজন আছে কিন্তু সামর্থ্য নেই এমন মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতেই এই উদ্যোগ। সংগঠনের কোষাধ্যক্ষ পুলক যশ জানিয়েছেন, ‘সামনেই মহালয়া। তাই খুব কম সময়ের মধ্যেই এই আয়োজন করতে হয়েছে। কাজের ফাঁকে সময় বের করে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই আয়োজন’। তিনি জানিয়েছেন, আগামী দিনে আরো এই ধরনের মানুষের পাশে থাকার কর্মসূচি তারা নেবেন। বিশিষ্ট সাংবাদিক তথা সংগঠনের প্রাক্তন সভাপতি বিজয়প্রকাশ দাস জানিয়েছেন, ২০০৭ সালে মানুষের জন্য ভালো কিছু করার ভাবনা নিয়েই বেঙ্গল প্রেস ক্লাব পথ চলা শুরু করেছিল। সেই কাজ এখনো অব্যাহত রয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন উজ্জ্বল প্রামানিক, ভাইস চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, বিশিষ্ট সমাজ সেবক অচিন্ত্য কুমার মন্ডল, রণজিৎ সাহা, তারক সাহা, আইনজীবী রমেশ সিং ও বিশিষ্ট সাংবাদিক তন্ময় প্রামানিক। অনুষ্ঠানে বেঙ্গল প্রেস ক্লাবের দুই প্রয়াত সদস্য সত্যব্রত ঘোষ ও সঞ্জিত সেনের পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সত্যব্রত ঘোষ ও সঞ্জিত সেনের সহধর্মীনীরা। উপস্থিত সকল অতিথিদের হাতে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সম্মান জানানো হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সমগ্র অনুষ্ঠানটি হয় শব্দবিধি মেনে করা হয়। এদিন অনুষ্ঠানের উপস্থিত থেকে বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য মন্ডল জানিয়েছেন, এত ব্যস্ততার মধ্যেও বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যরা যেভাবে প্রতিবছর এভাবে মানুষের পাশে থাকে তা খুবই প্রশংসনীয়। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বেঙ্গল প্রেসক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিডিএ ভাইস চেয়ারম্যান কাকলি তা গুপ্ত জানিয়েছেন, সব সময় কাজের ব্যস্ততার মধ্যেও বেঙ্গল প্রেসক্লাব যেভাবে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তা সাধুবাদযোগ্য এবং আগামী দিনে তাদের কর্মকাণ্ডে তিনিও পাশে থাকুন বলে আশ্বাস দিয়েছেন।
সাংবাদিকদের এই মহতী কাজে সাধুবাদ জানিয়েছেন সকলেই।