হাইলাইটস বেঙ্গল ডেস্ক: পূর্ব বর্ধমানের জামালপুরে মশাগ্রাম কল্কেতলা সার্বজনীন দুর্গাপূজা। ১২ বছরের এই পুজো ঘিরে গ্রামের সকল মানুষ আনন্দ-উৎসবে মেতে ওঠেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম ও আদালতের নির্দেশিকাকে মান্যতা দেওয়া হয়েছে। সমস্ত বিধি-নিষেধ মেনে গ্রামের মানুষরা এবারে শারদ উৎসবে শামিল হলো। মূলত এই পুজো ঘিরে গ্রামে সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এবারে কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। কমিটির মূল উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন কৌশিক ঘোষ, দিব্যেন্দু সেন শর্মা, নীলরতন হাজরা, সুজিত হাজরা, অমিত হাজরা, বৈদ্যনাথ ব্যানার্জী সহ এলাকার অনেকেই।
মূলত মণ্ডপ তৈরি করেই পুজো হয়। তবে আগামী দিনে ঠাকুর দালান তৈরীর পরিকল্পনা রয়েছে বলে জানালেন নীলরতন হাজরা।