নিউজ ডেস্কঃ প্রতি বছরের মতো এবারেও মানুষকে আকর্ষণ করতে চমকদার থিম নিয়ে হাজির বন্ধু মহল ক্লাব। দক্ষিন চব্বিশ পরগনার মগরাহাটের মধ্য শিবপুর এর এই ক্লাবের এবারের থিম উপলব্ধি। গৌতম বুদ্ধের ভাবধারাকে তুলে ধরা হবে মন্ডপে। প্রতিমার মধ্যেও থাকবে আকর্ষণ। থিম মেকার সৌম লাহা দিন রাত এক করে কাজ করে চলেছেন। উপকরন হিসাবে ব্যবহার হচ্ছে স্টিলের চামচ, বল, হোগলা, ঘণ্টা, জলের ড্রাম, কাঁচ ইত্যাদি। এবারে ২৭ তম বর্ষে তাদের বাজেট প্রায় ৭ লক্ষ টাকা। সম্পাদক তনুময় লাহা জানিয়েছেন, জেলার এই পুজো এবারেও দর্শকদের মন কাড়বে। সভাপতি রামপ্রসাদ মন্ডল জানিয়েছেন, ক্লাবের সকল সদস্য এলাকার মানুষদের সহযোগিতায় এই পুজো জেলায় অন্যতম পুজোগুলির মধ্যে স্থান করে নিয়েছে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮