দীপন চ্যাটার্জী , জামালপুর : শীতকাল নামটা শুনলেই সর্বপ্রথম যে ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে তা হল বিভিন্ন রঙের ফুল।আর এই ফুলের সম্ভার নিয়েই প্রতিবছর পূর্ব বর্ধমানের জামালপুরের শুঁড়েকালনা এলাকায় অনুষ্ঠিত হয় বসুন্ধরা উৎসব। শুধু ফুল নয় তার সাথে থাকে বিভিন্ন সব্জি , বিজ্ঞান প্রর্দশনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।আজ এই উৎসবের ১৪তম বর্ষের উদ্বোধন করা হয় প্রভাত ফেরীর মাধ্যমে এবং আজকের মূল আকর্ষণ ছিল পুরুলিয়ার ‘ছৌ নৃত্য’।
শীতকালের পিঠে এবং খেজুরের গুড়ের সাথে গোটা জামালপুরবাসি এখন মেতে তাদের প্রানের উৎসব বসুন্ধরায়। উৎসবটি চলবে আগামী ৩০শে জানুয়ারি পর্যন্ত।